— ফাইল চিত্র।
২০২৭ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা এখন নবম শ্রেণিতে পড়ছে, তাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। ইতিমধ্যে সারা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ প্রক্রিয়া। এ বার মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল ভুল-ত্রুটি সংশোধনের উপায়। পাশপাশি যদি কোনও পড়ুয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট না এসে থাকে, তা হলে সাত দিনের মধ্যে আঞ্চলিক অফিসে অভিযোগ করতে হবে। সঙ্গে দিতে হবে ওই পড়ুয়ার ছবি-সহ সমস্ত তথ্য।
পর্ষদের তরফে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট-এ কোনও তথ্যে যদি ভুল থাকে, তা সংশোধন করা যাবে ২ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে।
নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ না করায় স্কুলগুলির উপর পড়ুয়া পিছু আর্থিক জরিমানা ধার্য করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হয় ৫৩টি স্কুলকে। এই টাকা দেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। স্কুলের অভিযোগ ছিল যেখানে পরিকাঠামো উন্নয়ন বা অন্য খাতে টাকা নেই সেখানে পড়ুয়া পিছু এত টাকা জরিমানা দেওয়া হবে কী করে।
এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের দাবি ছিল, বার বার সতর্ক করা সত্ত্বেও স্কুলগুলির পদক্ষেপ করেনি। সে কারণেই পড়ুয়াদের নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। পর্ষদ তার নয়া বিজ্ঞপ্তিতে স্কুলগুলিকে জানিয়েছেন, সব স্কুলের পড়ুয়াদের রেজিস্ট্রেশন যেন ঠিক সময় হয়। স্কুলগুলি সেই বিষয়ে যেন সতর্ক থাকেন।