Admission in WBUAFS 2025

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ, কোন কোন বিষয়ের জন্য?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:৪৬
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস-র বিভিন্ন বিষয়ে ভর্তি হওয়া যাবে। ভেটেরিনারি অ্যানাটমি, ভেটেরিনারি ফিজিওলজি, ভেটেরিনারি প্যারাসিটোলজি, ভেটেরিনারি বায়োকেমিস্ট্রি, ভেটেরিনারি প্যাথলজি-সহ আরও বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডেয়ারি টেকনোলজিতে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ মার্চ। মেধা তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ। কাউন্সেলিং এবং ভর্তির প্রক্রিয়া আয়োজন করা হবে ২৮ মার্চ। ক্লাস শুরু ২ এপ্রিল থেকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন