Ministry of Culture Jobs 2025

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কর্মখালি, কারা আবেদন করবেন?

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেক্রেটারি কিংবা সমতুল্য পদে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৭:১২
Victoria Memorial Hall, Kolkata.

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। মন্ত্রক অধীনস্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরামর্শদাতা (কনসালট্যান্ট) প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। তাঁর বয়স ৬৫ বছরের কম হওয়া প্রয়োজন।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেক্রেটারি কিংবা সমতুল্য পদে পূর্বে সরকারি দফতরে কাজ করেছেন, এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিকে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে কাজের মেয়াদ এক বছরের জন্য ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নিয়মানুসারে নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক বরাদ্দ করা হবে। তবে আলাদা করে বাড়ি ভাড়া বাবদ কোনও ভাতা নিযুক্ত ব্যক্তি পাবেন না। আবেদনকারীদের প্রশাসনিক এবং নিয়োগ সংক্রান্ত বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। কী ভাবে আবেদন করবেন, তা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। আবেদনের শেষ দিন ৯ জুন। এই বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন