Govt Bank Recruitment 2025

ব্যাঙ্ক অফ বরোদায় উচ্চপদে কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্তের কাজের নিরিখে এই মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৯:১৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-১ বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-২ পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের যে কোনও অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে ডেটা অ্যানালিস্ট/ ডেটা সায়েন্টিস্ট, অ্যাজাইল ট্রান্সফরমেশন এক্সপার্ট, বিজ়নেস ফিন্যান্স অ্যানালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজেমেন্ট স্পেশালিস্ট পদে। শূন্যপদের সংখ্যা ১০। সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর তাঁর কাজের নিরিখে এই মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পারিশ্রমিক স্থির করা হবে।

বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রয়েছে ৫০টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথমে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার আলাদা মানদণ্ড রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ২৪ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন