BEL Recruitment 2025

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ ৩৪০ জন কর্মী প্রয়োজন, কোন পদের জন্য আবেদন করা যাবে?

নিয়োগের পর কর্মীদের মাসিক বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। এ ছাড়াও অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৮:০৪
Bharat Electronics Limited

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। ছবি: সংগৃহীত।

বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলের জন্য কর্মী নিয়োগ করা হবে। সংস্থার বিভিন্ন বিভাগে ই-২ গ্রেডের ইঞ্জিনিয়ার প্রয়োজন। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থায় প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদ ৩৪০টি। নিযুক্তেরা সংস্থার ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল বিভাগে কাজ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম ছ’মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের পোস্টিং হবে দেশের বিভিন্ন রাজ্যে।

প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। কোন বিভাগের জন্য নিয়োগ, তার ভিত্তিতে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বিই/ বিটেক/ বিএসসি ডিগ্রি থাকতে হবে। নিয়োগের পর কর্মীদের মাসিক বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। এ ছাড়াও অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১,১৮০ টাকা। আগামী ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার নির্ভর পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন