WB Police Recruitment 2025

ইন্টারনেটে হারানো ডেটা ‘রিকভার’ করতে পারেন! বনগাঁ পুলিশে খুঁজছে এমনই বিশেষজ্ঞ

বনগাঁ পুলিশের সাইবার অপরাধ বিভাগে সাইবার সাপোর্ট পার্সোনাল পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে চাকরির সুযোগ। বনগাঁ পুলিশের সাইবার অপরাধ বিভাগে সাইবার সাপোর্ট পার্সোনাল পদে দক্ষ ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। সাইবার অপরাধ সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এ জন্য তাঁদের ডেটা রিকভারি, ডেটা অ্যানালিসি, ডেটা কার্ভিং-এর মতো বিষয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি, সিড্যাক কিংবা কোনও সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিজিটাল ফরেন্সিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা দরকার।

এ ছাড়াও সমস্ত সাইবার ফরেন্সিক টুল, নেটওয়ার্ক ফরেন্সিক নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা চাই। তবে প্রার্থীদের বয়স কত হবে, সেই সম্পর্কিত কোনও তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

ডাকযোগে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আরও পড়ুন