— প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্নাতকেরা গবেষণা প্রকল্পের কাজে সুযোগ পেতে পারেন। নিযুক্তকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতার একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
প্রতিষ্ঠানের মেডিক্যাল ডিভাইসেস বিভাগের ওই প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন। টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি শাখায় স্নাতকেরা ওই প্রকল্পে যোগদানের সুযোগ পেতে পারেন। কিন্তু এ জন্য তাঁদের মাইক্রো ফ্লুইডিক্স, মলিকিউলার বায়োলজি, কেমিক্যাল সিন্থেসিস-এর মতো বিষয়ে দক্ষ হতে হবে।
এ ছাড়াও প্রার্থীদের ফ্যাব্রিকেশন, ল্যাটারাল ফ্লো অ্যাসেস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকা চাই। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ২৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৩ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিতে চলেছে নাইপার, কলকাতা। বাছাই করা প্রার্থীদের ই-মেল ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য পাঠানো হবে।