ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে গবেষণার কাজ করার সুযোগ। ন্যাশনাল ফার্মাসিটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) কলকাতায় জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ), রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ দু’টি।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ফার্মাকোলজি, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের অ্যান্টিবডি ডেভেলপমেন্ট, ফার্মাসিউটিক্যাল ফরমুলেশন অ্যান্ড বায়োলজিক্যাল এভালুয়েশন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
রিসার্চ অ্যাসোসিয়েট পদে ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর মলিকিউলার ফার্মাকোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিকে নিয়োগ করা হবে।
নিযুক্তদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসের বেতন হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।