Govt Jobs for Post Graduates 2026

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খুঁজছে রাষ্ট্রায়ত্ত গবেষণাগার, আবেদনের সুযোগ পাবেন পদার্থবিদ্যায় ডিগ্রি থাকলে

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। নিযুক্তকে প্রতি মাসে ২০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:১১
সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস।

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

পদার্থবিদ্যায় উচ্চশিক্ষার পর গবেষণার সুযোগ দিচ্ছে কলকাতার সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ওই সংস্থায় গবেষণার জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

Advertisement

পদার্থবিদ্যায় স্নাতকোত্তর এবং সিন্থেসিস অফ টুডি হ্যালাইড পেরোভস্কাইট নিয়ে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। নিযুক্তকে কাজ করতে হবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র অর্থপুষ্ট প্রকল্পে। এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট)-এর মধ্যে যে কোনও একটিতে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে।

তবে, নিযুক্ত প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-এর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁর জন্য ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও, তিন বছর পর্যন্ত ওই কাজে তাঁকে বহাল রাখা হবে।

আগ্রহীদের ই-মেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৬ জানুয়ারি। কোন পদ্ধতিতে যোগ্যতা যাচাই হতে চলেছে, তা বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন