CBI Recruitment 2025

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মখালি, পোস্টিং জলপাইগুড়িতে

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৯:০৫
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় কর্মখালি। এই মর্মে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, উত্তরবঙ্গে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কাউন্সেলর পদে। শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। নিযুক্ত ব্যক্তির পোস্টিং হবে জলপাইগুড়িতে। চুক্তিভিত্তিক এই পদে চাকরির মেয়াদ থাকবে এক বছর। এর পর এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির বেতন স্থির করা হবে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনে।

চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি কোনও সরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৯ জুলাই আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন