Govt Jobs for Graduates 2026

ক্লার্ক এবং টাইপিস্ট হিসাবে সুযোগ খুঁজছেন? বিশেষ শর্তে স্নাতকদের আবেদন গ্রহণ করবে কেন্দ্রীয় বোর্ড

কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:০২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকদের নিয়োগ করবে কেন্দ্রীয় বোর্ড। সংস্থার তরফে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, উল্লিখিত পদে আবেদনকারীদের ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।

Advertisement

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করবে কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)। যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের টাইপিস্ট বা ক্লার্ক হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তদের জন্য প্রতি মাসে ৮৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের নথির খসড়া তৈরির কাজের দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৬ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেবে সিআইএসসিই।

Advertisement
আরও পড়ুন