DVC Recruitment 2025

দামোদর ভ্যালি কর্পোরেশনে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ, শূন্যপদ ৫৯টি

ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:৩৯
Damodar Valley Corporation

দামোদর ভ্যালি কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

একাধিক পদে কর্মী নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ। সম্প্রতি এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানানো হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে কাজ করতে আগ্রহীরা সংস্থার বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন। রয়েছে বেশ কিছু শূন্যপদ। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ফিজ়িওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড-২, জুনিয়র নার্সিং স্টাফ, জুনিয়র কেমিস্ট, জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র হেলথ ইন্সপেক্টর এবং জুনিয়র এক্সরে টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫৯। নিযুক্তদের প্রথমে এক বছর চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে হতে হবে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২০,৫০০ টাকা থেকে শুরু করে ৩৮,৯০০ টাকা।

ফিজ়িওথেরাপিস্ট পদে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজ়িওথেরাপিতে ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৯ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন