RITES Recruitment 2026

পরামর্শদাতা খুঁজছে রাইটস লিমিটেড, মাসিক বেতন এক লক্ষ টাকার বেশি, আবেদন কী ভাবে?

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:২৮
RITES Limited

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

পরামর্শদাতা নিয়োগ করা হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে গুজরাত। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় টিম লিডার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, সিনিয়র কোয়ালিটি কাম মেটিরিয়াল ইঞ্জিনিয়ার, কিউএ বা কিউসি এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৪টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ৬০ মাস। পদ অনুযায়ী, মাসিক বেতন হবে ১ লক্ষ অথবা ১ লক্ষ ৬০ হাজার টাকা।

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠিও রয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ২৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ২৭ এবং ২৮ জানুয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন