FSL Recruitment 2025

সরকারি গবেষণাগারে ১০০-র বেশি পদে কর্মখালি, আবেদনের সুযোগ পাবেন স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা

নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৮

ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ গবেষণাগারে ১০০-র বেশি পদে কর্মখালি। নয়া দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি শীর্ষক ওই সংস্থায় ১১৬টি পদে জুনিয়র সায়েন্টিফিক অফিসার নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে।

Advertisement

জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, ব্যালিস্টিক্স, ক্রাইম সিন ম্যানেজমেন্ট ডিভিশন (সিএসএমডি), সাইবার ফরেন্সিক, ফটো, লাই-ডিটেকশন, ডকুমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট, হিউম্যান রিমেনস ডিটেকশন/ কোয়ালিটি কন্ট্রোল (এইচআরডি/কিউসি) বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে।

উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের রাজ্য বা কেন্দ্রীয় সরকার অধীনস্থ গবেষণাগারে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। একই সঙ্গে উল্লিখিত কিছু বিভাগে কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র থাকা বাধ্যতামূলক। তাই এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে ৬৮,৬৯৭ টাকা বরাদ্দ করা হয়েছে। ডাকযোগে আগ্রহীরা ২৪ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ৬ মে থেকে ১৩ মে পর্যন্ত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের জন্য ডেকে নেওয়া হবে। আরও জানতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন