প্রতীকী চিত্র।
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) কর্মখালি। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানানো হয়েছে। আগ্রহীদের ডাকযোগে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের সাউন্ড ফর ইডিএম বিভাগে পড়ানোর জন্য প্রফেসর নিয়োগ করা হবে। মোট শূন্যপদ একটি। প্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের মাসিক বেতন ১,৫৫,২০০ টাকা।
প্রার্থীর সাউন্ড রেকর্ডিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ডিজ়াইনিং, অডিয়োগ্রাফি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। সাউন্ড রেকর্ডিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ডিজ়াইনিং বিভাগে পূর্বে ন্যূনতম আট বছরের কাজের এবং অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রাথমিক ভাবে এক বছরের জন্য উল্লিখিত পদে প্রার্থীদের নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার মাপকাঠি সম্পর্কিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। আবেদনের আগে এই বিজ্ঞপ্তি দেখে নেওয়া আবশ্যক।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,২০০ টাকা। ডাকযোগে আবেদন জানানোর শেষ দিন ৯ জুন। নিয়োগের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।