Govt Jobs for Engineers 2026

যন্ত্রচালনার কাজে অভিজ্ঞতা রয়েছে! রাষ্ট্রায়ত্ত সংস্থায় যোগদানের সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়ারেরাও

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর (আইএসিএস) গবেষণাগারে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এ (আইএসিএস) কর্মী প্রয়োজন। চাকরির সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা। ওই সংস্থার গবেষণাগারে টেকনিক্যাল পার্সন হিসাবে ইনস্ট্রুমেন্ট অপারেটর নিয়োগ করা হবে।

Advertisement

উল্লিখিত পদে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি অপারেশনস-এর কাজে অন্তত দু’বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তের জন্য ২৭,০০০ টাকা প্রতি মাসের বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে এআরএম ইনস্ট্রুমেন্ট পরিচালনার কাজে এক বছরের চুক্তি বহাল রাখা হবে। ওই মেয়াদ পরে তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ ডিসেম্বর। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, তা বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন