ISI Kolkata Recruitment 2025

সমাজবিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করবে আইএসআই, চলছে গবেষকের খোঁজ

নিযুক্তকে মাসে ৩১,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২
ISI Kolkata

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

সমাজবিজ্ঞান নিয়ে গবেষণার সমস্ত তথ্য সংগ্রহ করার পরিকল্পনা কী ভাবে করবেন, তা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বেঙ্গালুরুতে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএসআই কলকাতা। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বেঙ্গালুরুতে প্রতিষ্ঠানের ডকুমেন্টেশন রিসার্চ অ্যান্ড ট্রেনি সেন্টারে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘প্ল্যানিং ফর দ্য রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট রিপোজ়িটারিস উইথ স্পেশ্যাল রেফারেন্স টু সোশ্যাল সায়েন্স’।

প্রকল্পের কাজে একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে কাজের মেয়াদ। তবে তহবিলের উপর নির্ভর করে বাড়তে পারে সময়সীমা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তকে মাসে ৩১,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিই বা বিটেক থাকতে হবে। যাঁদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সমতুল বিষয়ে স্নাতকোত্তর রয়েছে, তাঁদের থেকেও আবেদন গ্রহণ করা হবে।

ইচ্ছুক প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ ডিসেম্বর নথি পাঠানোর শেষ দিন। এর পর পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন