Career as Archivist in India

ইতিহাস আগলে রাখেন আর্কাইভিস্ট, কোন যোগ্যতা ও দক্ষতা থাকলে হওয়া যায় পেশাদার?

কোনও মহাফেজখানায় কর্মরত আর্কাইভিস্টকে একাধিক কাজের দায়িত্ব নিতে হয়। কোনও তথ্য বা নথি যদি ভবিষ্যতের জন্য মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মনে হয়, তবে তা সংরক্ষণ করতে হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:০১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ঐতিহাসিক নথি সংরক্ষণের দায় একজন আর্কাভিস্ট বা মহাফেজখানা সংরক্ষকের। অতীতের কোনও ছিন্ন, বিবর্ণ নথিই যাতে বিস্মৃতির আড়ালে হারিয়ে না যায়, তা দেখেন আর্কাইভিস্ট। সে সব নথি মেরামত এবং পুনরুদ্ধারের দায় তাঁর। বলা যায়, ইতিহাসরক্ষার কাজেই নিযুক্ত থাকেন আর্কাইভিস্টেরা।

Advertisement

আর্কাইভিস্টের কাজ—

কোনও মহাফেজখানায় কর্মরত আর্কাইভিস্টকে একাধিক কাজের দায়িত্ব নিতে হয়। কোনও তথ্য বা নথি যদি ভবিষ্যতের জন্য মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মনে হয়, তবে তা সংরক্ষণ করতে হয়। কী ভাবে এই সংরক্ষণের কাজ করতে হয় বা আর কী কী দায়িত্ব থাকে তাঁর?

১। ঐতিহাসিক সমস্ত নথি বা পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ আর্কাইভিস্টের নয়। বরং নিজেদের বিচার বিবেচনা কাজে লাগিয়ে কোন দলিল, চিঠি, ফাইল, পান্ডুলিপি, মানচিত্র, ছবি, অডিয়ো বা ভিডিয়ো রেকর্ড সংরক্ষণ করা উচিত, তা স্থির করতে হয় তাঁকে। বুঝে নিতে হয় কোন নথি গুরুত্বপূর্ণ এবং কোনটি নয়।

২। পুরনো কাগজ, ছবি বা অন্য নথি যাতে আর্দ্রতা বা অন্য কোনও কারণে নষ্ট না হয়, তার খেয়াল রাখতে হয় আর্কাইভিস্টকে। প্রয়োজন মতো কোন সাহায্য নিতে হবে কোনও বৈজ্ঞানিক পদ্ধতিরও।

৩। গবেষক, ঐতিহাসিক, সাংবাদিক বা সাধারণ মানুষ যাতে প্রয়োজনের সময় যে কোনও নথি খুঁজে পান, সে জন্য ক্যাটালগিং করতে হয় আর্কাইভিস্টকে। বিষয়, সময়, স্থান বা লেখক অনুযায়ী সমস্ত নথি গুছিয়ে, তা সাজিয়ে রাখতে হয়।

৪। ভবিষ্যতেও যেন সমস্ত নথি সকলে ঘেঁটে দেখার সুযোগ পান, সে জন্য বর্তমানে নথি স্ক্যান করে ডিজিটাল ফাইল বানানোর প্রচলন শুরু হয়েছে। আর্কাইভিস্টকে এ জন্য তৈরি করতে হয় ডিজিটাল আর্কাইভ এবং ডেটাবেস।

৫। আগ্রহী পাঠক যাতে সমস্ত ডিজিটাল নথি খুঁজে পান, সে বিষয়েও সহযোগিতা করতে হয় আর্কাইভিস্টকে।

৬। দেশের বিভিন্ন সরকারি নিয়ম, কপিরাইট এবং তথ্যের অধিকার আইন মেনে নথি সাজাতে হয় আর্কাইভিস্টকে। প্রয়োজনে নিরাপত্তার স্বার্থে কিছু নথির গোপনীয়তা নিশ্চিত করার দায় বর্তায় তাঁর উপর।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা—

পড়ুয়াদের ইতিহাস, গ্রন্থাগার বিজ্ঞান, মিউজ়িয়োলজি, সংস্কৃত বা সমাজবিজ্ঞানের অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। যাঁদের আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট, আর্কাইভাল স্টাডিজ-এর মতো বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা রয়েছে, তাঁদের ক্ষেত্রে চাকরির সুযোগ বৃদ্ধি পায়।

চাকরির সুযোগ—

জাতীয় বা রাজ্যের আর্কাইভ বা মহাফেজখানা, মিউজ়িয়াম, গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়, সরকারি দফতর, সংবাদপত্রের অফিস, চলচ্চিত্র এবং ছবির আর্কাইভ, গবেষণা সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা বা অন্য বেসরকারি সংস্থায় আর্কাইভিস্টদের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ডিজিটাল আর্কাইভিস্ট পদেও নানা সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে।

বেতন কাঠামো—

কোন সংস্থায় কোন পদে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে নিযুক্তদের বেতন মাসে ২৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকার বেশি হতে পারে।

Advertisement
আরও পড়ুন