CNCI Kolkata Recruitment 2025

কলকাতার ক্যানসার হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন, কী ভাবে করা যাবে আবেদন?

নিযুক্তেরা প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ৬৭,৭০০ টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫
Chittaranjan National Cancer Institute.

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ সিনিয়র রেসিডেন্ট এবং জুনিয়র রেসিডেন্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ১৮টি। মেডিক্যাল শাখার উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এমন ব্যক্তিরা চাকরি পেতে পারেন রাজ্যের ক্যানসার হাসপাতালে।

Advertisement

সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, মেডিক্যাল অনকোলজি, অ্যানাস্থেশিয়োলজি বিভাগে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র রেসিডেন্টদের প্রাথমিক ভাবে এক বছর এবং জুনিয়র রেসিডেন্টদের ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ যথাক্রমে তিন বছর এবং এক বছর পর্যন্ত বৃদ্ধি পাবে।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনকোলজি, অ্যানাস্থেশিয়োলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা সিনিয়র রেসিডেন্ট এবং অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিরা জুনিয়র রেসিডেন্ট পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ৬৭,৭০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

৮ অক্টোবর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, তার আগে অনলাইনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর ওয়েবসাইট (cnci.ac.in) থেকে একটি ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে রাখা দরকার। ওই ফর্ম এবং অন্য আনুষঙ্গিক নথির সঙ্গে আবেদন মূল্য হিসাবে ২০০ টাকা ডিমান্ড ড্রাফট নিয়ে হাসপাতালের হাজরা ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

Advertisement
আরও পড়ুন