Career options after 12th

কেন্দ্রীয় মন্ত্রকে কাজের সুযোগ, বেতন কত? কোন পদে হবে নিয়োগ?

আয়ুষ মন্ত্রকের নয়াদিল্লির দফতরে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৪ হাজার ৩৫৬ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৭:৪৪
Ministry of Ayush will provide job opportunities for the post of Data Entry Operator.

ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের সুযোগ দেবে কেন্দ্রীয় মন্ত্রক।

ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আয়ুষ মন্ত্রকে কাজের সুযোগ পেতে পারেন। ওই মন্ত্রকের নয়া দল্লির দফতরে সংশ্লিষ্ট পদে কর্মখালি রয়েছে। মোট তিন জনকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে।

Advertisement

আবেদনের শর্তাবলি:

  • যে কোনও বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পেতে পারেন।
  • তবে এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম তিন বছর কোনও সরকারি দফতরে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • একই সঙ্গে তাঁদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকাও আবশ্যক।
  • উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের জন্য পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৪ হাজার ৩৫৬ টাকা বরাদ্দ করা হয়েছে।
  • মার্চ, ২০২৬ পর্যন্ত তাঁদের কাজ করতে হবে। তবে, ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আয়ুষ মন্ত্রকের নয়াদিল্লির দফতরে ৬ অগস্টের মধ্যে আবেদন পাঠানো প্রয়োজন। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, সেই বিষয়ে মন্ত্রকের ওয়েবসাইটে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির ওয়েবসাইটে বিশদ তথ্য দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন