NIT Durgapur Recruitment 2026

রসায়নে উচ্চস্তরের ডিগ্রি রয়েছে? গবেষণার কাজে কর্মী খুঁজছে এনআইটি দুর্গাপুর

প্রতি মাসে ৩৩ হাজার ৬০০ টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৯
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। প্রতি মাসে ৩৩ হাজার ৬০০ টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন, বায়োটেকনোলজি অথবা বায়োসায়েন্স বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। মাস্টার অফ সায়েন্স ডিগ্রি, পিএইচডি করা থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়া চাই। সংশ্লিষ্ট বিভাগে গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে শুরু ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সময়মাফিক পৌঁছোতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন