Jobs for Engineers

পরমাণু বিভাগে কাজ করেছেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে! ম্যানেজার পদে সুযোগ দেবে এনটিপিসি

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) তরফে ২৫ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, যাঁদের পরমাণু বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১২:১৬
National Thermal Power Corporation Limited.

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি), লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, সংক্ষেপে এনটিপিসি-র তরফে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। পেশাদার (প্রফেশনাল) হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন এ ক্ষেত্রে গ্রহণ করা হবে।

Advertisement

কোন কোন পদে হবে নিয়োগ?

জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

কত জনকে নিয়োগ করা হবে?

সংস্থার তরফে মোট ২৫ জনকে উল্লিখিত পদে নিয়োগ করা হবে।

বেতন কত?

  • জেনারেল ম্যানেজার পদে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা বেতনক্রমে নিযুক্ত হবেন। তবে, এর সঙ্গে বেসিক পে স্কেল অনুযায়ী ছ’বার পদোন্নতির সুযোগ থাকছে।
  • অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের জন্য ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক মিলবে।
  • সিনিয়র ম্যানেজারকে প্রতি মাসে ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা বেতনক্রমের আওতায় রাখা হবে।
  • ম্যানেজারের বেতনক্রম ৮০,০০০-২,২০,০০০ টাকা।

কী ভাবে আবেদন করবেন?

এনটিপিসির ওয়েবসাইট (careers.ntpc.co.in) মারফত অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ৭ অগস্ট থেকে ২১ অগস্ট পর্যন্ত পোর্টাল চালু থাকবে।

Advertisement
আরও পড়ুন