Bose Institute Recruitment 2025

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বসু বিজ্ঞান মন্দির, আবেদনের শর্তাবলি কী?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১
Bose Institute.

বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।

বসু বিজ্ঞান মন্দিরে (বোস ইনস্টিটিউট) কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। গবেষণা প্রকল্পে আর্থিক অনুদান দেবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)। শূন্যপদ একটি।

Advertisement

প্রার্থীদের উদ্ভিদবিদ্যা, বায়োটেকনোলজি বা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়। একই সঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট প্রকল্পের কাজ ২৬ জুন, ২০২৬ পর্যন্ত চলবে। ১২ ফেব্রুয়ারি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই দিন বেলা ১১টার মধ্যে প্রার্থীদের উপস্থিত হওয়া প্রয়োজন।

তবে, তার আগে ডাকযোগে বসু বিজ্ঞান মন্দিরের রেজিস্ট্রারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠানো আবশ্যক। এই বিষয়ে আরও জানতে বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন