আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণাধর্মী কাজের সুযোগ। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। কাজের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
এইচআইভি-র কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে আসায় যক্ষ্মা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, সে সংক্রান্ত বিষয়েই গবেষণার কাজ হবে সংশ্লিষ্ট বিভাগে। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে আমেরিকার স্বেচ্ছাসেবী সংস্থা গেটস ফাউন্ডেশন। প্রকল্পটি আইআইটি-র অধিকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রকল্পে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে আট মাস। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৫৭,০০০ টাকা।
আবেদনকারীদের ন্যানোমেটিরিয়ালস, ন্যানোবায়োটেকনোলজি, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।