Kolkata Job Alerts 2025

কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজের বিভিন্ন বিভাগে কর্মী প্রয়োজন, কী ভাবে আবেদন?

আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। এ ছাড়াও সশরীরে কলেজে উপস্থিত হয়ে আবেদন জানানোর সুযোগ থাকছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:০১
Scottish Church College.

স্কটিশ চার্চ কলেজ। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজে কর্মখালি। স্কটিশ চার্চ কলেজের ইংরেজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কলেজ কাউন্সেলর, কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে একজনের আসন থাকলেও অন্য বিভাগে শূন্যপদ কত, তা জানানো হয়নি।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা বা শিক্ষকতা করেছেন, ওই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন— এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। কলেজ কাউন্সেলর পদে সাইকোলজিস্টদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের রিহ্যাবিলিটিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।

কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তদের কত টাকা বেতন দেওয়া হবে, সেই সম্পর্কে কোনও তথ্য কলেজ জানায়নি।

আগ্রহীরা ডাকযোগে কিংবা কলেজে সরাসরি উপস্থিত হয়ে আবেদন জমা দিতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য ৫০০ টাকা এবং অন্য পদের ক্ষেত্রে ২৫০ টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৮ নভেম্বর।

Advertisement
আরও পড়ুন