SSC JE 2025

পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার শেষ সুযোগ দিচ্ছে এসএসসি! কোন কোন পরীক্ষার জন্য মিলবে সুবিধা?

: ২০২৫ সাল থেকেই এসএসসি আয়োজিত একাধিক পরীক্ষার জন্য চালু হয়েছে এই নয়া ব্যবস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৪২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি মাসেই নিজেদের সুবিধা মতো পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই), সাব-ইনস্পেক্টর (এসআই দিল্লি পুলিশ) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) নিয়োগের জন্য কার্যকর করা হয়েছিল এই নিয়ম। এ বার পরীক্ষার্থীদের জন্য ‘সেলফ স্লট সিলেকশন’-এর আবেদনের মেয়াদ বাড়াল এসএসসি।

Advertisement

২০২৫ সাল থেকেই এসএসসি আয়োজিত একাধিক পরীক্ষার জন্য চালু হয়েছে এই নয়া ব্যবস্থা। প্রথমে এসএসসি সিএইচএসএল-এর জন্য পরীক্ষার্থীদের ‘সেলফ স্লট সিলেকশন’-এর সুবিধা দেওয়া হয়। এর পর এসএসসি আয়োজিত অন্য পরীক্ষার ক্ষেত্রেও চালু করা হয় একই নিয়ম। পরীক্ষার্থীরা এর মাধ্যমে সহজেই নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার দিন বা কোন পর্বে পরীক্ষা দেবেন, তা বেছে নিতে পারবেন। মূলত প্রযুক্তির সাহায্যে পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সহজ করার জন্যই নয়া পদক্ষেপ বলে দাবি এসএসসি-র।

এসএসসি-র তরফে আগে জানানো হয়েছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য ‘স্লট’ বেছে নেওয়া যাবে ১০ থেকে ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ‘স্লট’ বেছে নেওয়া যাবে এসআই ও সিএপিএফ পরীক্ষার জন্য। কিন্তু মঙ্গলবার এসএসসি জানিয়েছে, যাঁরা আগে এই বিকল্প বেছে নেননি, তাঁরা ২৮ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। রাত ১১টা পর্যন্ত তাঁদের আবেদনপত্র জমা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের এ জন্য কমিশনের ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে আবেদন জানাতে হবে। কমিশনের তরফে ‘বেস্ট এফর্ট’-এর ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে পরীক্ষার্থীদের। যদি পরীক্ষার্থীদের জন্য ওই কেন্দ্রে কোনও শূন্য আসন না থাকে, তা হলে পছন্দের পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি কোনও কেন্দ্রে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে এই পর্বে পরীক্ষাকেন্দ্র বেছে না নিলে তাঁদের জন্য অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হবে না।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসেই জেই, এসআই এবং সিএপএফ পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement
আরও পড়ুন