SSC MTS and Havaldar Recruitment 2025

স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রায় আট হাজার কর্মীর খোঁজ, কোন পদে আবেদন করা যাবে?

কমিশনের তরফে মাল্টিটাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) নিয়োগ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং সংস্থায় কর্মীদের নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মাল্টিটাস্কিং স্টাফ (এমটিএস) পদে একাধিক কর্মী নিয়োগ করবে কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। দেশ জুড়ে সাত হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ। বিশেষত দিল্লি, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি সংস্থার নানা দফতরে রয়েছে বেশ কিছু শূন্যপদ। এই মর্মে বিজ্ঞপ্তি করেছে কমিশন।

Advertisement

কমিশনের তরফে মাল্টিটাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) নিয়োগ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং সংস্থায় কর্মীদের নিয়োগ করা হবে। চলতি বছর শূন্যপদের সংখ্যা ৭,৯৪৮। এর মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদমর্যাদায় ৬,৮১০টি এবং হাবিলদার পদমর্যাদায় ১,১৩৮টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে মোট ৫৪২টি শূন্যপদ।

এমটিএস পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার-নির্ভর পরীক্ষার মাধ্যমে। অন্য দিকে, হাবিলদার পদে নিয়োগের জন্য কম্পিউটার-নির্ভর পরীক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতার পরীক্ষার (পেট বা পিএসটি) মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বাকি তথ্য কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। এই বিষয়ে খোঁজখবর জানার জন্য কমিশনের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন