BU Recruitment 2025

প্রাণিবিদ্যা নিয়ে পড়াশোনা! কাজের সন্ধানে থাকলে সুযোগ মিলতে পারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

প্রকল্পটিতে অর্থ সহয়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ২১,৮০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৩
বর্ধমান বিশ্ববিদ্যালয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তরফে আয়োজিত এক গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে অর্থ সহয়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ২১,৮০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। ঊর্ধ্বসীমা হিসাবে মহিলাদের জন্য ৪০ বছর এবং পুরুষদের জন্য ৩৫ বছর বয়স ধার্য করা হয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৫ ডিসেম্বর বেলা দেড়টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। আবেদনপত্র পাওয়া যাবে বিজ্ঞপ্তি থেকেই। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন