Scientist Recruitment 2025

সায়েন্টিস্ট পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউজিসি

নিযুক্তকে সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ১০ থেকে ১২-এর অধীনে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৪:৫১
University Grant Commission office.

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ছবি: সংগৃহীত।

সায়েন্টিস্ট পদে কর্মখালি। নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রাথমিক পর্যায়ে নিযুক্ত ব্যক্তিকে ইউজিসি-ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চের মুম্বই দফতরে কাজ করতে হবে।

Advertisement

আবেদনকারীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাঁর ডিভাইসেস ফিজ়িক্স বিষয়ে অন্তত পাঁচ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, যে ব্যক্তি উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত ব্যক্তির বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁর জন্য সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ১০ থেকে ১২-এর অধীনে বেতন বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীরা অনলাইনে কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ দিন ২ মে এবং ডাকযোগে আবেদনের শেষ দিন ৮ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন