Project Work at University 2025

জীববিজ্ঞান নিয়ে পড়েছেন! গবেষণা প্রকল্পে কাজের সুযোগ মিলতে পারে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠানের স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর বায়োকেমিস্ট্রি বিভাগের তরফে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সে জন্য এক জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৫:০২
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর অনেকেই তথাকথিত চাকরির পেশায় নিযুক্ত হন না, কেউ কেউ পিএইচডি করেন, কেউ আবার গবেষণা প্রকল্পে কাজ করেন। দেশজুড়ে রাজ্য অথবা কেন্দ্র সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়তই নানা গবেষণা প্রকল্পে কাজ করে থাকে। সেই মতো কর্মীও প্রয়োজন হয়। এ বার ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর বায়োকেমিস্ট্রি বিভাগের তরফে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সে জন্য এক জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে ৩৭ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞান বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২০ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন