Guest Faculty Recruitment 2025

অহমিয়ায় উচ্চশিক্ষিত? অতিথি শিক্ষক হিসাবে সুযোগ পেতে পারেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

প্রার্থীর বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২
Viswa Bharati University.

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক প্রয়োজন। ওই বিশ্ববিদ্যালয়ের ‘শ্রীমন্ত শঙ্করদেব চেয়ার’-এর অধীনে ওই শিক্ষকতা করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদের জন্য আগ্রহীদের অহমিয়া বিষয়ে মাস্টার অফ আর্টস (এমএ) ডিগ্রি থাকা প্রয়োজন। অসমের বৈষ্ণব ভক্তি আন্দোলন এবং শ্রীমন্ত শঙ্করদেব-এর অবদান সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি, প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।

নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। লেকচার পিছু ১,৫০০ টাকা এবং প্রতি মাসের পারিশ্রমিক ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তি কাজ করার সুযোগ পাবেন।

ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গৃহীত হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তবে আবেদনপত্র এবং অন্য নথি পিডিএফ ফরম্যাটে পাঠানো প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (visvabharati.ac.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন