— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্যের আইন পরিষেবা বিভাগে কর্মখালি। চাকরির সুযোগ পাবেন আইনের পড়ুয়ারা। ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ ক’টি, সে তথ্য অবশ্য সংশ্লিষ্ট বিভাগের তরফে জানানো হয়নি।
উল্লিখিত পদে নিযুক্তদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি-এর অধীনে চাকরি করতে হবে। মোট ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের ভাতা হিসাবে ২৪,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আইনে স্নাতক হয়েছেন, কিংবা শেষ সেমেস্টারের পরীক্ষা দিয়েছেন— এমন পড়ুয়ারা ওই কাজটি করার সুযোগ পাবেন। তাঁদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের গবেষণা, বিষয়বস্তু ব্যাখ্যা করা বা ভাল লিখতে পারার দক্ষতা থাকা প্রয়োজন। তাঁদের এই দক্ষতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন। এর সঙ্গে তাঁদের আইনি পরিষেবা, মানবপাচার, বিশেষ ভাবে সক্ষমদের আইনি অধিকার কিংবা সমতুল বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজ়েন্টেশনও জমা দিতে হবে। আবেদন ২৭ ডিসেম্বর পর্যন্ত পাঠাতে পারবেন। ডাকযোগেও আবেদন গ্রহণ করা হবে।