Shah Rukh Khan

মহিলাদের সামনে শরীরী ভাষা বদলে যায়! শাহরুখ কি উদ্ধত? অভিনেতার বসার ধরন সম্পর্কে কী জানা গেল?

পুরুষদের সামনে এক রকম, মহিলাদের সামনে আর এক রকম। শাহরুখ খানের আচরণ নাকি এমনই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:২৩
মহিলাদের সামনে বদলে যায় শাহরুখের শরীরী ভাষা।

মহিলাদের সামনে বদলে যায় শাহরুখের শরীরী ভাষা। ছবি: সংগৃহীত।

পুরুষদের সামনে এক রকম, মহিলাদের সামনে আর এক রকম। শাহরুখ খানের আচরণ নাকি এমনই। পুরুষদের সামনে পায়ের উপর পা তুলে বসেন। কিন্তু সামনে মহিলা থাকলেই তাঁর বসার ধরন নাকি বদলে যায়। সম্প্রতি রাজ শমানির পডকাস্টে শাহরুখের আচার-আচরণ নিয়ে কথা বলেছেন ‘বডি ল্যাঙ্গোয়েজ’ বিশেষজ্ঞ কানন তন্ডি।

Advertisement

শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকারের কথা উল্লেখ করেন কানন। পুরনো সেই সাক্ষাৎকারে সাংবাদিকের সামনে কী ভাবে শাহরুখ বসেছিলেন, তা উল্লেখ করেন তিনি। পায়ের উপর পা তুলে বসেছিলেন বলিউডের বাদশাহ। সেই সঙ্গে তিনি ধূমপানও করেছিলেন। কাননের কথায়, “এই বসার ধরনকে বলা হয় ‘কাউবয় ক্রস’। এটি ‘আলফা জেসচার’। ওঁর বসার ধরনেই স্পষ্ট ছিল, ওটাই ওঁর জায়গা।”

এর বেশ কয়েক বছর পরে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানে শাহরুখের বসার ধরনে বদল এসেছিল। পায়ের উপর পা তুলে বসলেও, কিছুটা নীচের দিকে রেখেছিলেন পা। কানন বলেছেন, “এই ভাবেই শাহরুখ বসতে পছন্দ করেন। ওঁর বসার কায়দাই বলে দেয়, ওটা ওঁর জায়গা। কিন্তু মহিলাদের সামনে তিনি এই ভাবে বসেন না। শাহরুখ ভালই জানেন, মহিলাদের ঠিক কেমন অনুভব থাকা উচিত। একজন পুরুষ হিসাবে সত্যিই এটা দারুণ। মহিলাদের সামনে তিনি কখনওই পায়ের উপরে পা তুলে বসেন না।”

মহিলাদের সামনে দুই পা মাটিতে রেখে বসতেই পছন্দ করেন অভিনেতা। এমনকি, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে যখন এসেছিলেন, তখনও শাহরুখের বসার ধরনে বিনয়ের প্রতিফলন ছিল। কানন বলেন, “শাহরুখ জানেন, মহিলা বা কোনও বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মানুষের সামনে কেমন ভাবে বসতে হয়।”

শাহরুখকে অনেক সময়ে উদ্ধত বলেও কটাক্ষ করা হয়েছে। কিন্তু কাননের মতে, “মানুষ সাধারণত কিছু ঘটনার পরে উদ্ধত হয়, ঔদ্ধত্য প্রকাশ পায়। কিন্তু শাহরুখের ধরনই এমন। তিনি মোটেই উদ্ধত নন।”

Advertisement
আরও পড়ুন