Aamir Khan

আমিরের হাতে ‘অত্যাচারিত’ ভাই ফয়জ়ল? গুরুতর অভিযোগের মুখে পাল্টা জবাব তারকার

সম্প্রতি ফয়জ়ল দাবি করেন, আমির তাঁকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন। লাঠি-দড়ি দিয়ে তাঁর উপর চড়াও হতেন বলে‌ও দাবি। একগুচ্ছ অভিযোগের পাল্টা জবাব দিলেন আমির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮
(বাঁ দিকে) আমির খান, (ডান দিকে) ফয়জ়ল খান।

(বাঁ দিকে) আমির খান, (ডান দিকে) ফয়জ়ল খান। ছবি: সংগৃহীত।

‘মেলা’ ছবিতে দুই ভাই, আমির খান ও ফয়জ়ল একসঙ্গে কাজ করেন। সিনেমার স্মৃতি ফিকে হয়ে পুরনো বিবাদের ক্ষত তাজা হয়ে উঠেছে বলিউড থেকে হারিয়ে যাওয়া অভিনেতার মনে। সম্প্রতি ফয়জ়ল দাবি করেন, আমির তাঁকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন। লাঠি-দড়ি নিয়ে তাঁর উপর চড়াও হতেন বলে‌ও দাবি। প্রাণনাশের আশঙ্কাও নাকি হয়েছিল তাঁর। একগুচ্ছ অভিযোগের পাল্টা জবাব দিলেন আমির।

Advertisement

দীর্ঘ দিন বলিউডেও কোনও কাজ করেননি ফয়জ়ল। তবে পুরনো স্মৃতি নাকি ভুলতে পারছেন না তিনি। ফয়জ়ল বলেন, ‘‘আমি এক দিন একা ছিলাম। আমার বাড়িতে ৪০ জন লোক নিয়ে চড়াও হয়। আমাকে বলে, ‘তুমি পাগল’। লাঠি-দড়ি সব নিয়ে হাজির হয়েছিল। আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে এসেছিল। আমি বললাম, টানাহেঁচড়া করতে হবে না, আমি এমনিই যাচ্ছি। সেখানে গিয়ে ভাবলাম, কিছু পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু, না। কিসব ওষুধ দিল। জোর করে কিসব খাইয়ে দিল। ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমি মরে যেতে পারতাম। আমার ফোন কেড়ে নিয়ে আমাকে ঘরে আটকে রাখা হয়।’’ ফয়জ়ল বলেন, “আমাকে পালাতে হয়েছিল। আমি পালিয়ে না গেলে হয়তো এখনও পরিবারের সদস্যেরা আমাকে গৃহবন্দি করে রাখত।”

ফয়জ়ল তাঁর প্রতিটি সাক্ষাৎকারেই বার বার আমিরের দিকে আঙুল তুলেছেন। তাঁর মানসিক অস্থিরতার জন্য দায়ী করেছেন আমিরকেই। এই গুরুতর অভিযোগের পরে অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা। আমির বলেন, ‘‘বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা করা সম্ভব নয়।’’ পাশাপাশি আমির জানান ‘মেলা’ ছবির ব্যর্থতার দুঃখ এখনও রয়েছে তাঁর। শুধু তাই তিনি চান, ফয়জ়ল আবার ছবি করুন। আমিরের কথায়, ‘‘যদি কেউ ওঁকে একা নিতে না চান, সে ক্ষেত্রে আমি ওঁর সঙ্গে কাজ করতে পারি।’’

Advertisement
আরও পড়ুন