Aamir Khan Love Story

আগে সিলমোহর দিয়েছেন সলমন, শাহরুখ! তার পর প্রকাশ্যে আমির খানের তৃতীয় প্রেমকথা

২৫ বছর আগে বেঙ্গালুরুর এই রমণীর সঙ্গে আমিরের পরিচয়। জানালেন, অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:৪০
তৃতীয় বিয়েতে আমির খান?

তৃতীয় বিয়েতে আমির খান? ছবি: ফেসবুক।

জন্মদিনের আগের দিন আমির খান প্রকাশ্যে আনলেন তাঁর তৃতীয় প্রেম গৌরী স্প্রাটকে। মজার বিষয়, আমিরের প্রেমিকা আর শাহরুখের স্ত্রীর একই নাম, গৌরী! কাকতালীয় ভাবে অভিনেতার তৃতীয় প্রেমিকাও হিন্দু ধর্মাবলম্বী। গৌরী পেশায় প্রযোজক। আমিরেরও নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি অতি সম্প্রতি গান শিখছেন। দেড় বছর ধরে একত্রবাসের পর ১৩ মার্চ নতুন সঙ্গীকে প্রকাশ্যে এনে আরও একটি গোপনীয়তার উপর থেকে পর্দা সরিয়েছেন আমির। জানিয়েছেন, ১২ মার্চ তিনি সকলের আগে সলমন খান এবং শাহরুখ খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন। তার পর নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন।

Advertisement

১২ মার্চ তিন বন্ধু একত্রিত হয়েছিলেন, সে খবর সে দিনই ছড়িয়েছিল। কেন এক হয়েছিলেন? এই মুহূর্তে উত্তর অজানা।

১৩ মার্চ সেই গল্প সংবাদমাধ্যমে জানিয়েছেন আমির। তাঁর কথায়, “আমার মুম্বইয়ের বাড়িতে শাহরুখ-সলমনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওদের সঙ্গে গৌরীর আগে পরিচয় করিয়ে দিই। তার পর বাকিদের জানালাম।” গৌরীর সঙ্গে প্রেম প্রসঙ্গে তিনি ‘লগান’ ছবির কথা উল্লেখ করেন। এই ছবিতে আমির অভিনীত চরিত্রের নাম ‘ভুবন’, নায়িকার নাম ‘গৌরী’। সে কথা মনে করিয়ে দিয়ে বলেন, “এত দিনে ভুবন তার গৌরীকে পেল।” এ-ও জানান, ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই রমণীর সঙ্গে তাঁর পরিচয়। অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল। এ দিন আমির অভিনীত ‘অকেলে হম অকেলে তুম’ ছবির জনপ্রিয় গান ‘রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া’ শোনান উপস্থিত সাংবাদিকদের।

আমাদের দেশে, সমাজে এখনও নির্দিষ্ট বয়সের পর নারী বা পুরুষ বিয়ে করলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আমির জানিয়েছেন, ৬০ বছর বয়সে আর বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তাঁর ছেলেমেয়েরা ভীষণ খুশি। তাঁরা বাবার জীবনের নতুন অধ্যায় দেখতে আগ্রহী।

Advertisement
আরও পড়ুন