Aamir Khan

তৃতীয় বার বিয়ের পথে আমির, গৌরীর সঙ্গে বিয়ের খবরে সিলমোহর দিলেন!

প্রায় বছর ঘুরতে যায় গৌরীর সঙ্গে সম্পর্ক। এ বার তৃতীয় বিয়ের জল্পনায় সিলমোহর দিলেন অভিনেতা আমির খান!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:০৮
(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট, (ডান দিকে)আমির খান।

(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট, (ডান দিকে)আমির খান। ছবি: সংগৃহীত।

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। যদিও মুখে কখনও সে কথা স্বীকার করেননি। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে দীর্ঘ দাম্পত্যজীবন ছিল তাঁর। কিন্তু সে সম্পর্ক ভেঙে যায় একটা সময়ের পরে। নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন আমির। গৌরীর সঙ্গে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর জল্পনায় সিলমোহর দিয়েছেন অভিনেতা। গৌরীর প্রতি দায়বদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে গৌরীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘গৌরী ও আমি দু’জনেই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। তবে যে ধরনের নিয়মকানুন থাকে সেগুলো আপনাদের জানাব। আমাদের সম্পর্ক আরও কিছুটা এগোক।’’ গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে, আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা। গৌরীকে ধরলে তিন নম্বর বিয়ে সারবেন অভিনেতা। যদিও মাস কয়েক আগেও আমির জানিয়েছিলেন, একসঙ্গে থাকলেও বিয়ে করাটা হয়তো সমীচীন হবে না। কিন্তু এ বার হয়তো বিয়ের ভাবনাচিন্তা শুরু করেছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন