Abhishek Bachchan

স্ত্রীর পরে এ বার আদালতের দ্বারস্থ অভিষেক! তাঁকে নিয়ে চলছে দুষ্কর্ম? কোন অভিযোগ আনলেন অভিনেতা?

সম্প্রতি ঐশ্বর্যা আদালতের দ্বারস্থ হয়েছেন। এ বার একই পথ অনুসরণ করলেন তাঁর স্বামী অভিষেক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১
ঐশ্বর্যার পরে এ বার অভিষেক আদালতে।

ঐশ্বর্যার পরে এ বার অভিষেক আদালতে। ছবি: সংগৃহীত।

স্ত্রীর পরে এ বার স্বামী। দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বচ্চন। সম্প্রতি ঐশ্বর্যা রাই বচ্চনও ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গিয়েছেন। সেই একই দাবি এ বার অভিনেতারও।

Advertisement

যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তাঁর ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি অভিষেকের। তাঁর ছবি ও ভাবমূর্তি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময়ে ছবি ও ভিডিয়ো যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, যে কারণে বিরক্ত অভিষেক। তাই নিজের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ করলেন তিনি।

দিল্লি হাই কোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই আবেদন করেছেন অভিষেক। বৃহস্পতিবার শুনানি। অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করেছেন, অভিষেকের ছবি, ভিডিয়ো, এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি, মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে।

বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন করেছেন অভিষেক। অভিনেতার মুখ ব্যবহার করে তারা বেশ কিছু পণ্য বিক্রি করছে বলে দাবি।

ঐশ্বর্যাও প্রায় একই অভিযোগ এনেছেন। অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাঁর। আদালতে তাঁর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস করিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে অভিনেত্রীকে আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন।

ঐশ্বর্যার হয়ে সওয়াল করছেন তাঁর আইনজীবী সন্দীপ সেঠী। ঐশ্বর্যার মুখ বা নামের অপব্যবহার করে ভুয়ো প্রচার করা হচ্ছে বলে আদালতে জানান তিনি। অভিনেত্রীর নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু তা-ই নয়, অভিনেত্রীর কণ্ঠস্বরও বিকৃত করে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন