Abhishek Bachchan

বচ্চন পদবিতেই সমস্যা! কেন ছবিতে সুযোগ পেতে লড়াই করতে হয়েছিল অভিষেককে?

অভিনয়ের সফর শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন অভিষেক। সেই সময়ে কাজ নিয়ে কথা বলতে এক প্রযোজনা সংস্থায় গিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনও কাজের প্রস্তাব দেওয়া হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৪:৫৮
বচ্চন পদবির জন্য অভিষেক সমস্যায় পড়েন।

বচ্চন পদবির জন্য অভিষেক সমস্যায় পড়েন। ছবি: সংগৃহীত।

বলিউডে কাটিয়ে ফেলেছেন বেশ কয়েক বছর। কিন্তু আজও তাঁর প্রথম পরিচয়, তিনি অমিতাভ বচ্চনের পুত্র। এই পরিচয়ের জন্যই নাকি অভিনয়জগতে টিকে থাকতে বেগ পেতে হয়েছিল। এমনকি, একটা সময়ে এই পরিচয়ের জন্যই কোনও ছবিতে সুযোগ পেতেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, তাঁর পদবির জন্যই পরিচালক ও প্রযোজকেরা তাঁর কাছে কাজ নিয়ে আসতেন না।

Advertisement

অভিষেক সেই সাক্ষাৎকারে বলেন, “২১ বছর বয়সে কাজ করার উত্তেজনা ও উচ্ছ্বাস দুটোই তুঙ্গে থাকে। সেই সময়ে কানের কাছে শুনতেই থাকতাম, ‘আরে ও তো অভিনেতাই হবে।’ কিন্তু এই ধরনের কথাবার্তায় সমস্যা হয়। কোথাও গিয়ে আমরা এই ধরনের মন্তব্যের মধ্যে আটকে যাই।”

অভিনয়ের সফর শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন অভিষেক। সেই সময়ে কাজ নিয়ে কথা বলতে এক প্রযোজনা সংস্থায় গিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনও কাজের প্রস্তাব দেওয়া হয়নি। বরং বিনয়ের সঙ্গে সেই দিন তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান অভিনেতা নিজেই। এই প্রত্যাখ্যানের মধ্যে কোথাও অসম্মান ছিল না। বরং অমিভাত বচ্চনের পুত্র বলে অধিকাংশ পরিচালক ও প্রযোজকেরা ভয় পেতেন। তাঁদের মনে হত, অমিতাভ-পুত্রের প্রথম ছবি মানে সেখানে অনেকের অনেক প্রত্যাশা থাকবে। সেই কারণেই পিছিয়ে গিয়েছিলেন তাঁরা। অভিষেক বলেন, “আসলে অমিতাভ-পুত্রের প্রথম ছবি প্রযোজনা করার দায়িত্ব নিতে চাননি তাঁরা। অবশেষে ‘রিফিউজি’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেন অভিষেক। সেই ছবির পরিচালনা করেছিলেন জেপি দত্ত। ২০০০ সালে সেই ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয়ের সফর শুরু করেছিলেন করিনা কপূর খানও।

Advertisement
আরও পড়ুন