Amitabh-Rekha

আপ্রাণ চেষ্টা করেও কিছুতেই পারছেন না! শেষে রেখার সহযোগিতা নিতে চলেছেন অমিতাভ বচ্চন?

কী সমস্যায় ফেঁসেছেন অমিতাভ? কেনই বা রেখার সহযোগিতা নেবেন? রেখা কি তাঁকে আদৌ সহযোগিতা করবেন? এত বছরের দূরত্ব কি তা হলে মিটতে চলেছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১১:১২
অমিতাভ বচ্চন এ বার রেখার শরণে!

অমিতাভ বচ্চন এ বার রেখার শরণে! ছবি: সংগৃহীত।

জটিল সমস্যায় পড়েছেন অমিতাভ বচ্চন! সমস্যাটি বেশ কিছু দিনের। সাধারণত, নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করেন তিনি। এ বারেও তার অন্যথা হয়নি। বিগ বি লাগাতার চেষ্টা করে গিয়েছেন। তাঁর চেষ্টাতেও কোনও ফাঁক ছিল না। অবশেষে রবিবার রাতে তিনি হাল ছেড়েছেন। হাল ছেড়ে অবশ্য চুপচাপ বসে থাকেননি। বলিউড শাহেনশা এ বার অনুরাগীদের দ্বারস্থ! তিনি তাঁদের কাছে সমস্যার সমাধান চেয়েছেন।

Advertisement

অনুরাগীরা কি অমিতাভকে কোনও রকম সহযোগিতা করতে পারলেন? বর্ষীয়ান অভিনেতার মন্তব্য বাক্স বলছে, তাঁরা যে পরামর্শ দিয়েছেন সেটি মানলে বচ্চন পরিবারে গৃহযুদ্ধ কেউ আটকাতে পারবে না!

ঘটনাটি কী? অমিতাভ সমাজমাধ্যমে প্রচণ্ড সক্রিয়। মধ্য রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি সেখানে কিছু না কিছু লেখেন। পরের দিনের বাকি সময় তো আছেই। তাঁর পোস্ট পড়ার জন্য মুখিয়ে থাকেন নানা বয়সের অনুরাগী। কখনও ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন। কখনও বা ব্যক্তি জীবনের কথা। এ ছাড়া, প্রয়াত হরিবংশ রাই বচ্চনের পছন্দে কবিতার পংক্তিও জায়গা করে নেয় ছেলে অমিতাভের সমাজমাধ্যমে। এ ভাবে, এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ ৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন তাঁর পোস্ট পড়েন। আর এক মিলিয়ন হলেই অমিতাভের ভক্তসংখ্যা ৫০ মিলিয়ন হবে। এখানেই আটকে গিয়েছেন শাহেনশা।

হাজার চেষ্টা করেও তিনি এই সংখ্যা পূরণ করতে পারছেন না। সবটা জানিয়ে অবশেষে ভক্তদের শরণ নিয়েছেন। এক্স হ্যান্ডলেই লিখেছেন, “অনেক চেষ্টা করেও ৪৯ মিলিয়নকে ৫০ মিলিয়নে তুলে নিয়ে যেতে পারছি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন...!” ভক্তেরা সঙ্গে সঙ্গে লিখে জানিয়েছেন, রেখার সঙ্গে ছবি দিলেই অমিতাভের ভক্তসংখ্যা হু হু করে বেড়ে ৫০ মিলিয়ন পেরিয়ে যাবে।

অনুরাগীসংখ্যা বাড়াতে ভক্তদের পরামর্শ মেনে অমিতাভ কি তা হলে রেখার সহযোগিতা নেবেন? বিষয়টি জয়া বচ্চন জানেন তো!

Advertisement
আরও পড়ুন