হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকার (বাঁ দিকে) বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গেলেন প্রথম স্ত্রী অনিন্দিতা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এখনও মুখ খোলেননি। তবে তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে তরজা তুঙ্গে। দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি মুখ খোলা মাত্রই পুলিশের দ্বারস্থ হলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
আনন্দপুর থানায় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। নিজস্ব চিত্র।
বুধবার রাতে মেয়েকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান অনিন্দিতা। আনন্দপুর থানা এলাকার বাইপাস সংলগ্ন এক আবাসনে মেয়ে নিয়াসার সঙ্গে থাকেন তিনি। বুধবার সন্ধ্যাতেই বিয়ে নিয়ে প্রথম মুখ খোলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সমাজমাধ্যমে তাঁর করা পোস্টে দাবি করা হয়, অনিন্দিতাকে আগেই বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়ে রেখেছেন হিরণ। এর পরেই পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
অনিন্দিতা যে থানায় যেতে পারেন, ঘনিষ্ঠসূত্রে সে খবর পেয়ে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তখনই তিনি বলে দেন,“আমি থানায় যাচ্ছি!”
অনিন্দিতা এই কথা বলার অল্প সময় আগেই বুধবার সন্ধ্যায় হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা লিখেছিলেন, “আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। ওঁকে বিবাহবিচ্ছেদের আইনি চিঠি পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর বছর ধরে একসঙ্গে আছি এবং এই সব বিষয়ে অনিন্দিতা জানতেন।” এই মন্তব্যের পরেই হিরণের প্রথম স্ত্রীর দাবি, “বললেই হবে আমাকে আইনি বিচ্ছেদের চিঠি পাঠানো হয়েছিল? তা হলে প্রমাণ দিক! আমার কাছে বিয়ের শংসাপত্র রয়েছে। থানায় অভিযোগ দায়ের করার পরে যাবতীয় সব প্রমাণ এবং তথ্য আমি প্রকাশ্যে আনব।”
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বারাণসীর ঘাটে দ্বিতীয় বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন। তার পরেই জল গড়িয়েছে বহু দূর। অনিন্দিতার অভিযোগ , আইনি বিচ্ছেদ হয়নি। বরং খড়গপুর থেকে মাঝেমাঝেই কলকাতার বাড়িতে যাতায়াত করেন হিরণ। প্রায় ২৪ ঘণ্টা কাটার পরে হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকার দাবি, “আমার অ্যাকাউন্ট পাবলিক ছিল। কোনও কিছুই লুকোনো ছিল না। তা হলে এত বছর উনি কোথায় ছিলেন এবং কেন তখন তিনি কোনও প্রশ্ন তোলেননি?”
যদিও অনিন্দিতা আগেই বলেছিলেন, “এই সম্পর্কের বিষয়ে হিরণকে প্রশ্ন করলে ও আমাকে বলেছিল যে, মেয়েটি ওকে ব্ল্যাকমেল করছে। আমি অভিমান করে ওর সঙ্গে কম কথা বলতাম। মেয়ের সঙ্গে মাঝেমাঝেই দেখা করতে আসত হিরণ। ২০২৫ সালে নতুন বছরের উদ্যাপনও আমরা একসঙ্গে করেছিলাম।” তা হলে এ বার কী পদক্ষেপ করবেন হিরণের প্রথম স্ত্রী? তাঁর দাবি, আইনি পথেই এগোবেন এ বার।
পুলিশ সূত্রের খবর, অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হবে।