Neel Bhattacharjee

আলোচনায় ঝিল-সাক্ষ্যের সমীকরণ, টিআরপি প্রতিযোগিতায় নম্বর কতটা ভাবাচ্ছে অভিনেতা নীলকে?

কয়েক বছর আগে নীল অভিনীত প্রায় প্রতিটি ধারাবাহিকই দর্শকদের মনে বিশেষ জায়গা তৈরি করে নিত। তাঁর অভিনীত ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটি এক সময়ে প্রায় প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথমে থাকত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১১:৫২
টিআরপি কতটা ভাবায় নীল ভট্টাচার্যকে?

টিআরপি কতটা ভাবায় নীল ভট্টাচার্যকে? ছবি: সংগৃহীত।

বিয়ে হয়েছে ঝিল এবং সাক্ষ্যের। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে জুটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্যকে। নতুন জুটি দর্শকের নজর কাড়লেও টিআরপি তালিকায় সে ভাবে প্রভাব এখনও ফেলতে পারেনি। চারিদিকে তাঁদের সমীকরণের আলোচনা। কিন্তু টিআরপি তালিকায় কম নম্বর কি ভাবাচ্ছে অভিনেতাকে?

Advertisement

কয়েক বছর আগে নীল অভিনীত প্রায় প্রতিটি ধারাবাহিকই দর্শক মনে বিশেষ জায়গা তৈরি করে নিত। তাঁর অভিনীত ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটি এক সময়ে প্রায় প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথমে থাকত। সময়ের সঙ্গে সেই ধারাও বদলেছে। টিআরপি কি এখন ভাবায় নীলকে? অভিনেতা বললেন, “আমি চিন্তিত নই। আর ভাবতে চাইও না। আমাদের গল্পটা খুব সুন্দর ভাবে চলছে। এটা বুঝতে হবে, প্রাইমটাইমে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক যেমন নম্বর পাবে, অন্য ধারাবাহিক সেটা না-ও পেতে পারে। এ সব নিয়ে চিন্তা করা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি। আমি অভিনেতা হিসাবে ভাল কাজ করতে পারছি কি না সেই দিকটা আমি দেখতে পারি।”

একটা সময় নীল মানেই ‘হিট’ নায়ক এমনটাই বলা হত। যদিও তার পরে অভিনেতাকে দেখা গিয়েছে নানা চরিত্রে। কিন্তু সে ভাবে দাগ কাটতে পারেনি। এই চড়াই-উতরাইকে কী ভাবে দেখেন নীল? অভিনেতা যোগ করেন, “পুরো বিষয়টাই নির্ভর করে ভাল কাজের উপর। আমার মনে হয় যে ক’টা কাজ করেছি, সবগুলোই ভাল। কিন্তু সব জিনিস সবার জন্য নয়। কিছু জিনিস কারও ভাল লেগেছে। আবার কিছু কাহিনি একাংশের ভাল লাগেনি। যেমন কৃষ্ণকলির গল্প প্রায় সব দর্শকেরই ভাল লেগেছিল। আশা করছি, ভোলেবাবাও ধীরে ধীরে সবার ভাল লাগবে।” এই সব আলোচনার মাঝে অভিনেতা হিসাবে তিনি উন্নতি করছেন কি না সেটাই বেশি গুরুত্বপূর্ণ নীলের কাছে।

Advertisement
আরও পড়ুন