বিয়ের সাজে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ পায়েল দে, জীতু কমল। ছবি: ইনস্টাগ্রাম।
অপর্ণার হাত ধরেই রাজনন্দিনী এল। আর্য সিংহ রায়ের সঙ্গে সাতপাক ঘুরতেও দেখা গেল তাঁকে! বাস্তব আর পরাবাস্তব মিলেমিশে একাকার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।
এই পর্বই আসতে চলেছে আলোচিত ধারাবাহিকে। আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছিল, গল্পের মোড় ঘোরাতে আর্য সিংহ রায়ের মৃত স্ত্রীকে আনা হবে। রাজনন্দিনীর ভূমিকায় অভিনয় করবেন পায়েল দে। অবশেষে প্রকাশ্যে অভিনেত্রীর লুক। লাল বেনারসি, গয়না, লাল গোলাপের গোড়ের মালায় ঝলমলে পায়েল। ধারাবাহিকে তাঁর উপস্থিতি কি বিয়ের মণ্ডপ থেকে? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। পায়েল এখনও জানেন না, কোন দৃশ্য দিয়ে তাঁকে দর্শকের সামনে তুলে ধরা হবে। “শুধু মাত্র টিজ়ারের শুটিং করেছি। চিত্রনাট্য লেখা চলছে। এর বেশি কিছুই জানি না।”
পর্দায় এই নিয়ে বহু বার বিয়ে হয়েছে পায়েলের! প্রসঙ্গ তুলতেই মৃদু হাসলেন। বললেন, “বহু বার। বহু রকম করে। তবে এই বিয়ের দৃশ্য একটু হলেও অন্য রকম। কারণ, আমি মৃত। টিজ়ারে তাই অপর্ণার মধ্যে রাজনন্দিনী মিলেমিশে একাকার।” ছোটপর্দায় সম্ভবত এই প্রথম অশরীরী চরিত্রে দেখা দিতে চলেছেন পায়েল। কেমন অনুভূতি তাঁর? “অন্য রকম চরিত্র বলেই রাজি হয়েছি। এখন আর যে কোনও চরিত্রেই রাজি হই না।” কত দিন তাঁকে ধারাবাহিকে দেখানো হবে, জানেন না তিনি। তবে তাঁর বিশ্বাস, প্রযোজনা সংস্থা এসভিএফ তাঁর সঙ্গে অন্যায় করবে না।
জনপ্রিয় ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী, খবর ছড়াতেই খুশি তাঁর অনুরাগীরা। ফোন আর শুভেচ্ছার বন্যায় ভেসেছেন। টিজ়ার প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তেজিত ধারাবাহিকের দর্শকও। কী ভাবে ‘রাজনন্দিনী’কে দেখানো হবে, আপাতত সেই কৌতূহল প্রত্যেকের মনে।