Vickey Kaushal

ছেলেকে ছেড়ে শহর থেকে দূরে ভিকি, কোন অনুভূতির কথা ভাগ করে নিলেন নায়ক?

অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কইফ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সদ্যোজাতের প্রসঙ্গে কী বললেন নতুন বাবা ভিকি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫০
সদ্যোজাত হওয়ার পরে ছেলের সম্পর্কে কী কথা বললেন ভিকি কৌশল?

সদ্যোজাত হওয়ার পরে ছেলের সম্পর্কে কী কথা বললেন ভিকি কৌশল? ছবি: সংগৃহীত।

পিতৃত্বযাপনের প্রতি মুহূর্ত পরতে পরতে উপভোগ করছেন অভিনেতা ভিকি কৌশল। ছেলে হওয়ার পরে সদ্যোজাতকে এক মুহূর্ত চোখের আড়াল করতে রাজি নন নায়ক। ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কইফ। এই এক মাস শহরের বাইরে কোনও কাজেই যাননি নতুন বাবা। প্রথম বার ছেলের থেকে দূরে গিয়ে কোন অনুভূতি ভাগ করে নিলেন ভিকি?

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য দিল্লি গিয়েছিলেন ভিকি। সেখানেই সদ্যোজাতের সঙ্গে কাটানো মুহূর্তের কথা ভাগ করে নিলেন অভিনেতা। ভিকি বলেন, “ছেলেকে বাড়িতে রেখে দূরে কোথাও যেতে খুব কষ্ট হয়। যদিও ও হওয়ার পরে এই প্রথম শহরের বাইরে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস বড় হয়ে যখন ছেলে এই ভিডিয়ো দেখবে, নিশ্চয়ই গর্ববোধ করবে।” কিছু দিন আগে টুইঙ্কল খন্না, কাজল সঞ্চালিত অনুষ্ঠানে এসে নায়ক জানিয়েছিলেন ছেলের জন্য রাতে জাগতে তাঁর ভালই লাগছে।

ভিকি যোগ করেন, “এখন তো মনে হচ্ছে অভিনয়ের থেকে ছেলের ডায়াপার বদলানো অনেক বেশি আনন্দের।” বিয়ে থেকে সন্তানের জন্ম—সবটাই সমাজমাধ্যম থেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন ভিকি এবং ক্যাটরিনা। সন্তান হওয়ার পর থেকে নায়িকাকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি। তবে তাঁদের বিবাহবার্ষিকীর ছবিতে নতুন মা-কে দেখে শুভেচ্ছায় ভরিয়েছিল অনুরাগীরা। আপাতত নায়ক-নায়িকার সদ্যোজাতকে একঝলক দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন