Vijay Deverakonda

বিজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের! পহেলগাঁও নিয়ে পাকিস্তানকে বিঁধে আইনি জটে অভিনেতা

ঘটনার সূত্রপাত পহেলগাঁও কাণ্ডের পরে। সেই সময় ‘কিংডম’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন বিজয়। সেই সময়ে পাকিস্তানকে আদিবাসীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন বিজয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৮:৫৬
বিপাকে বিজয় দেবরকোন্ডা।

বিপাকে বিজয় দেবরকোন্ডা। ছবি: সংগৃহীত।

আইনি জটিলতায় জড়ালেন বিজয় দেবরকোন্ডা। আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগ। এই মর্মে অভিনেতার বিরুদ্ধে নতুন করে দায়ের হল একটি মামলা। ঘটনার সূত্রপাত পহেলগাঁও কাণ্ডের পরে। সেই সময় ‘রেট্রো’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন বিজয়।

Advertisement

সেই সময়ে পাকিস্তানকে আদিবাসীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন বিজয়। অভিনেতা বলেছিলেন, “পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।”

এই মন্তব্যের জন্য রবিবার বিজয়ের বিরুদ্ধে এসসি/এসটি (নৃশংসতার প্রতিরোধ) আইনের আওতায় অভিযোগ দায়ের হয়। হায়দরাবাদের সাইবারবাদ থানায় আদিবাসী সমিতির রাজ্য সভাপকি অশোককুমার নায়েক বিজয়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বিজয়ের মন্তব্য আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গভীর ভাবে আঘাত ও অসম্মান করেছে। তাই অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি করা হয়েছে অভিযোগে।

পহেলগাঁও পরিস্থিতি নিয়ে বিজয় আরও বলেছিলেন, “কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজধোলাই করা না যায়। ওরা কি পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের।” পাকিস্তান প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘ওরা নিজেদের দেশকেই সামাল দিতে পারে না।’’ তাঁর কথায়, “পাকিস্তানের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।” এর পরেই আদিবাসীদের সঙ্গে তুলনা টেনেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন