Vijay Deverakonda

রশ্মিকার সঙ্গে সম্পর্কে স্বীকারোক্তি নেই! সমাজের কাছে নিজের মুখ আর দেখাতে চান না বিজয়, হঠাৎ কী হল?

সম্পর্ক নিয়ে কিছু খোলসা করতে চান না বিজয় নিজেই। সম্পর্কের কথা উঠলেই এড়িয়ে যান তিনি। এমনকি সমাজমাধ্যমেও একসঙ্গে কোনও ছবি নেই তাঁদের। সমাজমাধ্যমে রশ্মিকাকে অনুসরণও করেন না বিজয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১২:৪০
রশ্মিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই মুখ দেখাতে চাইছেন না বিজয়।

রশ্মিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই মুখ দেখাতে চাইছেন না বিজয়। ছবি: সংগৃহীত।

সকলের নজর থেকে নিজেকে লুকিয়ে রাখতে চান বিজয় দেবেরাকোন্ডা। সেই জন্য মুখোশ পরেও ঘুরে বেড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। বিনোদন জগতের অঘোষিত সত্য— রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু সম্পর্ক নিয়ে কিছু খোলসা করতে চান না বিজয়। সম্পর্কের কথা উঠলেই এড়িয়ে যান তিনি। এমনকি সমাজমাধ্যমেও একসঙ্গে কোনও ছবি নেই তাঁদের। সমাজমাধ্যমে রশ্মিকাকে অনুসরণও করেন না বিজয়। ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বললেন তিনি।

Advertisement

বিজয় জানিয়েছেন, তাঁর মধ্যে দ্বৈত সত্তা কাজ করে। কখনও বিশ্ববিখ্যাত অভিনেতা হতে চান। কখনও আবার সকলের থেকে নিজেকে অদৃশ্য করে রাখতে চান। তিনি বলেছেন, “অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। এক দিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সকলের আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা।”

বিজয় জানান, জনসমক্ষে তুলে ধরার জন্য এক কাল্পনিক ভাবমূর্তি গড়তে চান তিনি। আর নিজের আসল পরিচিতি নিজের কাছেই রাখতে চান। অর্জুন রেড্ডির কথায়, “আমি আগে বলতাম, একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভাল হত। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।”

নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান অভিনেতা। তাঁর কথায়, “আমি জানি না, কতটা সফল হতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই, তা আমি উপভোগ করি ও সম্মান করি। কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না। আমার ছবির জন্য পাই।”

যদিও এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, “আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।” তবে রশ্মিকা একাধিক বার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি বিজয়ের প্রেমে মগ্ন।

Advertisement
আরও পড়ুন