Ahona Dutta

অন্তঃসত্ত্বা অবস্থায় পাশে থাকেননি মা! এ বার নিজে মা হলেন অহনা, কন্যা হল না কি পুত্র?

কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালে ছোট পর্দার অভিনেত্রীর কোলে এল কন্যা সন্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২০:৫৪
মা হলেন অহনা দত্ত।

মা হলেন অহনা দত্ত। ছবি: সংগৃহীত।

অপেক্ষার অবসান। কন্যা সন্তানের জন্ম দিলেন অহনা দত্ত। বর্ষামুখর দিনে অহনা ও দীপঙ্করের ঘরে এল লক্ষ্মী। কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালে ছোট পর্দার অভিনেত্রীর কোলে এল কন্যা সন্তান।

Advertisement

সন্ধে ছ’টা বেজে সাত মিনিটে সন্তান ভূমিষ্ঠ হয়েছেন বলে জানিয়েছেন অহনার স্বামী তথা রূপসজ্জাশিল্পী দীপঙ্কর। মা ও মেয়ে দু’জনেই সুস্থ রয়েছে। কন্যা সন্তানের নামও ঠিক করে ফেলেছেন অহনা ও দীপঙ্কর। তবে এখনই নাম প্রকাশ্যে আনতে রাজি নন নতুন বাবা ও মা।

দীপঙ্কর বলেন, “কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দু’জনেই এখন ভাল আছে। ভাল নামও ঠিক করে ফেলেছি। এ ছাড়া তো সোনা মনা বলে ডাকবই।”

২১ বছর বয়সে মা হলেন অহনা। গত কয়েক দিনে মা হওয়ার আগের সফরের খুঁটিনাটি তুলে ধরেছিলেন অহনা। কখনও রান্নাবান্না করছেন কখনও আবার স্বামী দীপঙ্করকে নিয়ে রিল বানাচ্ছিলেন। কোনও সন্ধ্যায় খাওয়াদাওয়া করতে যাচ্ছিলেন।

অভিনেত্রী নিজেই কয়েক দিন আগে জানান, তিনি বাইরের খাবারের বদলে শাকসব্জি খাচ্ছেন। রোজ যোগাসন করছেন। এমন কিছু যোগাসন করছেন যেগুলি তাঁকে স্বাভাবিক প্রসবে সাহায্য করবে। যদিও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিছু দিন আগে তাঁর তৈরি একটি রিল ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। স্ফীতোদর নিয়ে তিনি এত লাফালাফি করেছেন, তা নিয়ে অনেক মন্তব্য শুনতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আবার প্রমাণ পেলাম, মেয়েরা মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না, আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও আছে। কিন্তু ওকে তো কাজে যেতে হয়।”

Advertisement
আরও পড়ুন