Bhagyashree injured

হাসপাতালের বিছানায় চোখ বুজে শুয়ে আছেন ভাগ্যশ্রী! কী হয়েছে অভিনেত্রীর? চিন্তায় অনুরাগীরা

ছবিতে দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। হাতে লাগানো নল। চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:০৪
Actress Bhagyashree met an accident while playing pickleball dgtl

গুরুতর চোট পেয়েছেন ভাগ্যশ্রী। ছবি: সংগৃহীত।

বড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী ভাগ্যশ্রী। সলমন খানের বিপরীতে ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে সাড়া ফেলেছিলেন। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তাঁর হাসপাতালে থাকার ছবি। দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। হাতে লাগানো নল। চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। এই ছবি দেখে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। ছবি দেখেই ভাগ্যশ্রীর আরোগ্য কামনা শুরু করে দেন তাঁরা।

Advertisement

কিন্তু কী ভাবে এমন অঘটন ঘটল? জানা যাচ্ছে, পিকলবল খেলার সময়ে চোট পান ভাগ্যশ্রী। কপালে গভীর ক্ষত তৈরি হয়। জানা গিয়েছে, ১৩ টি সেলাই পড়েছে। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা।

ভাগ্যশ্রীর ছবি দেখে আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। এক জন লিখেছেন, “দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি।”

১৯৮৯ সালে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল ‘ম্যায়নে প্যার কিয়া’। তবে চলচ্চিত্রজগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন তিনি। ২০২১ সালে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবিতে ফের প্রত্যাবর্তন ঘটে ভাগ্যশ্রীর। এই ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০২২ সালে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন