Esha Deol

‘আমিও একটা মানুষ’, বাবার মৃত্যুশোকে কাহিল ঈশা! বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন ধর্মেন্দ্র-কন্যা?

২৪ নভেম্বর প্রয়াত হন বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র। তার পর থেকে কেমন অবস্থা ঈশার, নিজেই জানালেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯
ধর্মেন্দ্রের মৃত্যুর পর থেকে শোকাতুর ঈশা।

ধর্মেন্দ্রের মৃত্যুর পর থেকে শোকাতুর ঈশা। ছবি: সংগৃহীত।

বাবার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারছেন না ঈশা দেওল। ২৪ নভেম্বর প্রয়াত হন বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র। তার পর থেকে কেমন অবস্থা ঈশার, নিজেই জানালেন। সেই সঙ্গে অভিনেত্রীর আর্জি, “দয়া করে বুঝুন, আমিও একটা মানুষ।”

Advertisement

অভিনেত্রী জানান, তাঁর হাতে আগামী দিনে বেশ কিছু কাজ রয়েছে। কিন্তু বর্তমানে তাঁর মনের যে অবস্থা, তা কোনও কাজে হাত দিতে বাধা দিচ্ছে। তাই ঈশা লিখেছেন, “আমার হাতের বেশ কিছু কাজ অনেক দিন ধরে জমে রয়েছে। সেই কাজের খবর আমি আগামী দিনে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। আমিও যে মানুষ, এটা দয়া করে বুঝুন। সবচেয়ে বড় কথা, একজন অসাধারণ বাবাকে হারানো হতভাগ্য ও শোকাতুর কন্যা আমি। এই ক্ষতি আমি জীবনে কখনও পার করতে পারব না।”

সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার মতো পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, “আমার হাতে যদি সবটা থাকত, তা হলে আমি সমাজমাধ্যমের মঞ্চ থেকে বিরতি নিতাম। কিন্তু সেটা আমি করতে পারব না। তাই দয়া করে আমার দিকটা আপনারা একটু বুঝুন।” এই দুঃসময়ে তাঁকে যাঁরা সমবেদনা জানিয়েছেন, তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন ঈশা। ধর্মেন্দ্র-কন্যার এই পোস্টে তাঁর অনুরাগীরা ফের সমবেদনা জানিয়েছেন। তবে ঈশার এই পোস্ট থেকে স্পষ্ট, খুব শীঘ্রই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

গত ৮ ডিসেম্বর জন্মদিন ছিল ধর্মেন্দ্রের। তাঁকে ছাড়া প্রথম জন্মদিন কাটিয়েছে তাঁর পরিবার। বাবাকে খোলা চিঠি লিখেছিলেন ঈশা। সেখানে তিনি লেখেন, “বাবা, আমরা কিন্তু একসঙ্গেই থাকব।”

Advertisement
আরও পড়ুন