Esha Gupta

লোকে ‘সেক্স সিম্বল’ বলে, এই দান কামদেবের! যৌন আবেদন নিয়ে আর কী বললেন এষা গুপ্ত?

‘জন্নত ২’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন এষা। প্রথম ছবিতেই ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। তার পরে একাধিক বার সাহসী রূপে ধরা দিয়েছেন তিনি। তাই পেয়েছেন ‘সেক্স সিম্বল’ তকমা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৮:০৫
শরীরী আবেদন নিয়ে কথা বললেন এষা গুপ্ত।

শরীরী আবেদন নিয়ে কথা বললেন এষা গুপ্ত। ছবি: সংগৃহীত।

বলিউডে যৌনতার প্রতীক এষা গুপ্ত। এমন মন্তব্য নিজেও বার বার শুনেছেন অভিনেত্রী। ‘জন্নত ২’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন এষা। প্রথম ছবিতেই ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। তার পরে একাধিক বার সাহসী রূপে ধরা দিয়েছেন তিনি। তাই পেয়েছেন ‘সেক্স সিম্বল’ তকমা। তবে এই তকমাকে কামদেবের দান বলে মনে করেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন এষা। তিনি বলেন, “অভিনয়জীবনের শুরুর দিকে আমি নিজেকে নিয়ে কোনও গতে বাঁধা ধারণা তৈরি করতে চাইনি। সেটা লোকজনই করেছে।” দর্শকের জন্যই কি তিনি ‘সেক্স সিম্বল’ বা যৌনতার প্রতীক হয়ে উঠেছেন? উত্তরে এষার সপাটে জবাব, “যৌনতার প্রতীক আবার কী! যৌনতার প্রতীক হল কামসূত্র। এষা নয়!”

তবে এই তকমা নিয়ে খুব একটা আক্ষেপ নেই এষা গুপ্তের। তিনি সাক্ষাৎকারে বলেন, “আপনি যদি বলেন, এষা যৌনতার প্রতীক তা হলে বলতে হবে এটা ঈশ্বরের দান। এটা কামদেবের দান। ‘সেক্স সিম্বল’ কোনও ভাল তকমা হতে পারে না। আবার খারাপও না।”

তবে এই তকমার জন্য একটা সময়ে আত্মবিশ্বাসও কমে গিয়েছে বলে জানান এষা। তাই অভিনেত্রী বলেন, “আপনারাই আমাকে ভাবতে বাধ্য করেছেন, পাশের বাড়ির মেয়ের মতো দেখতে হওয়া উচিত। লোকজনই আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমি যেমন দেখতে, সেটাকে সৌন্দর্য বলে না।” কিন্তু ক্রমশ লোকজনের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এষা। অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আশ্রম’।

Advertisement
আরও পড়ুন