Fatima Sana Shaikh

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন রটে যায়! সম্পর্ক ঠিক কেমন ছিল? জানান ফাতিমা

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৯:১৪
Actress Fatima Sana Shaikh talked about her equation with Aamir Khan

আমিরের সঙ্গে নাম জড়ায় ফাতিমার। ছবি: সংগৃহীত।

তাঁর ছবি মুক্তি পায়নি দীর্ঘ দিন। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে থাকেন আমির খান। একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় প্রচারের আলো তাঁর পিছু ছা়ড়ে না। বর্তমানে তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু একটা সময় ফাতিমা সানা শেখের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

Advertisement

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অভিনেত্রী নিজেও প্রতিক্রিয়া দেন।

সে সময় এই ধরনের গুঞ্জনের জন্য দুশ্চিন্তা করতেন বলে জানিয়েছিলেন ফাতিমা। মনের উপর গভীর প্রভাব পড়ত তাঁর। এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন, “হঠাৎ দেখলাম, এক দল মানুষ যাঁরা আমাকে চেনেন না, তাঁরা আমাকে নিয়ে লেখালিখি করছেন। তাঁরা জানেনই না, যা লিখছেন তা ঠিক, না কি ভুল। আমাকে জিজ্ঞেস করলে আমিই উত্তর দিয়ে দিতাম।”

আমিরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের জল্পনা মোটেই ভাল ভাবে গ্রহণ করেননি অভিনেত্রী। ফাতিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার সত্যিই বিরক্তি লাগে। আমি চাই না, আমার ব্যাপারে ভুল ধারণা গড়ে উঠুক মানুষের মনে। কিন্তু এখন আমি এড়িয়ে যেতে শিখে গিয়েছি। তবে কোনও কোনও দিন আমার খুবই খারাপ লাগে।” যদিও অন্য একটি সাক্ষাৎকারে আমিরের প্রশংসা করেছিলেন ফাতিমা। আমিরের সঙ্গে কাজ করা খুব সহজ বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন